মানবজীবনের পথ চলা পরিবারের সঙ্গেই শুরু, আর পরিবারই সমাজের মূল কাঠামো, ইংরাজিতে যাকে structural and functional unit বলা হয়। আমার পরিবার আমার দেখা অনেক পরিবারের মধ্যে সেরা বলে মনে হয়েছে। নৈতিক শিক্ষা জানা এক জিনিস, কিন্তু তাকে জীবনে প্রয়োগ করা এক অন্য বিষয়। দুর্যোধনের মত আমাদের স্বাভাবিক প্রবৃত্তি
জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম্যধর্মং ন চ মে নিবৃত্তি।
কেনাপি দেবেন হৃদিস্থিতেন, যথা নিয়োজিতস্মি তথা করোমি।।
এই স্বাভাবিক প্রবৃত্তিকে শাসন এবং দমন করে, সদ্গুণের প্রকাশ নিজজীবনে তুলে ধরার প্রয়াস আমি আমার বাবা মায়ের মধ্যে দেখেছি। মায়ের মধ্যে দেখেছি সহনশীলতা ও দৃঢ়তা। বাবার মধ্যে দেখেছি নিয়মনিষ্ঠা। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া এই ভাবগুলি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের পরিবেশে ভালোভাবে বিকাশলাভ করেছে।
বাবা পোষ্টাপিসে কেরানির কাজ করতেন। সেই সামান্য উপার্জন সত্ত্বেও বাবাকে কোনোদিন কার্পণ্য করতে দেখিনি। বাবার হাত ধরেই সারা ভারতের নানা জায়গা ঘুরে বেড়িয়েছি। অর্থের সঙ্গে অভাবের যে বিশেষ সম্পর্ক নেই, নিত্যপ্রয়োজন ছাড়া সেটা যে মানবমনের ভ্রম মাত্র, বাবার দেখে সেটা আমরা শিখেছি। জীবনে একটা উঁচু আদর্শের অনুপ্রেরণা বাবার থেকেই পেয়েছি। পরবর্তীকালে সেই সম্পর্ক আরো সুন্দর মধুর হয়েছে।
মায়ের কথা ঠিক বলে বোঝাতে পারব না। শিক্ষগত দিক থেকে সাধারণ মায়ের জীবনই আমাদের কাছে শিক্ষার বস্তু। ছোটবেলায় যার কোলে বড় হয়েছি, বড় হয়ে সব সমস্যায় মাকেই পাশে পেয়েছি। সেবা এবং স্বার্থত্যাগের ক্ষেত্রে মায়ের জীবন আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে।
সন্তান লালনপালনে বাবার ভূমিকাকে অনেকসময় ছোট করে দেখা হয়। আমার মনেহয় সন্তানের নৈতিক মেরুদণ্ড গঠনে বাবার ভূমিকা প্রধান, আর তাই জাতির মেরুদণ্ড গঠনে সমাজে বাবাদের ভূমিকা অগ্রগণ্য। বাবার থেকেই শিশু ভালোমন্দের তফাৎ করতে শেখে, প্রেয় থেকে শ্রেয়র দিকে যাবার অনুপ্রেরণা পায়। শাসন আর সোহাগের অঙ্কুশে শৈশবে বাবারাই আমাদের ঠিক দিকে চালনা করেন। পরিণত বয়সে সেই শিক্ষা থেকেই শ্রদ্ধার উদ্গম হয়। কথায় আছে,
লালয়েৎ পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়েৎ। প্রাপ্তেষু ষোড়শবর্ষে পুত্র মিত্রবৎ আচরেৎ।।
এই শিক্ষা আমাদের বাবাকে আমরা খুব ভালোভাবে মেনে চলতে দেখেছি। তার পরিণাম আজ পরিষ্কার।
এমন একজন সহোদর পাওয়া ভাগ্যের বিষয় যে বন্ধুবরেণ্য। এমন একজন ভাই পাওয়া সৌভাগ্যের বিষয় যার কাছ থেকে কিছু শেখা যায়। এমন একজন ছাত্র থাকা ভাগ্যের বিষয়, যে সমান হতে পারে। আমার ভাই এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করার কাছাকাছি। দুজনের আগ্রহ ও উৎসাহের বিষয়ে অনেক মিল থাকায় যে সৌহার্দ্য গড়ে উঠেছে, তা সত্যিই ঈশ্বরের দান।